১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:০১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কুলিয়ারচরে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে রাস্তায় রাস্তায় মাইকিং তরুণের

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের খড়কমারা (চারারবন) মহল্লার হানিফ আহমেদের ছেলে সামির ফ্যাশন হাউসের মালিক মো. সোপেল আহমেদ (৩২) প্রায় অর্ধ লাখ টাকা হাবিব কমপ্লেক্সের সামনে পেয়ে তা প্রকৃত মালিককে ফেরত দিতে রাস্তায় রাস্তায় মাইকিং করে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ) দিনব্যাপী উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ওই টাকা মালিককে ফেরত দিতে কুলিয়ারচর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকায় কুলিয়ারচর সদর বাজারে হাবিব কমপ্লেক্সের সামনে মূল রাস্তা থেকে টাকাগুলো কুড়িয়ে পান সামির ফ্যাশন হাউসের মালিক।

ওই টাকা কুড়িয়ে তিনি নিজ হেফাজতে রাখেন। পরে সেই টাকার প্রকৃত মালিক খুঁজতে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু তাতেও মালিকের সন্ধান না পাওয়ায় প্রকৃত মালিককে খুজতে শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করেন তিনি। আর এই মাইকিং এর পর থেকেই শহর জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সুপেল।

সুপেল বলেন, ওই টাকা যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে কুলিয়ারচর সদর বাজার হাবিব কমপ্লেক্সে সামির ফ্যাশন হাউসে যোগাযোগ করে টাকা নিতেই এ উদ্যোগ গ্রহণ করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, টাকা হারিয়েছে জানিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো সাধারণ ডায়েরি করেনি। তবে টাকার মালিককে খুজতে মাইকিং করতে শুনেছি। তিনি বলেন, টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগটি প্রশংসনীয়।

সর্বশেষ - Uncategorized