মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের বীরমুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন রবিবার (২৬ অক্টোবর ২০২৫) ভোর ৫টা ৩০মিনিটে দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলীর উপস্থিতিতে গার্ড-অব-অনার প্রদান শেষে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিনের মরদেহ বোরগাঁও কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, তাড়াইল উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভুইঁয়া শাহিন, ৪নং জাওয়ার ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জনাব ইমদাদুল হক ভুইয়া রতন, তাড়াইল উপজেলা বিএনপি সাবেক সভাপতি সাইদুর জামান মোস্তফা, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার আলম, জাতীয় পার্টির প্রচার সম্পাদক রহিচ উদ্দিন মোল্লা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


















