মো. শফিকুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল-তাড়াইল সড়কে রাজগাতী ইউনিয়নে পূর্ব দরিল্লা বাজারে সকাল সাড়ে ১০ টার সময় ট্রলি ও অটো মুখোমুখি সংষর্ষে ঘটনাস্থলেই নিহত হয় ৫ বছরের শিশু রিফাত।
রিফাত কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রাম গ্রামের শরিফ মিয়ার পুত্র। রিফাত ভাই বোনের মধ্যে দ্বিতীয়।
জানা গেছে, নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নে বড়াইল গ্রামে রিফাতের নানার বাড়ি। নানার বাড়ি থেকে বাবা মায়ের সাথে বড় ভাইয়ের চিকিৎসার জন্য অটো দিয়ে ময়মনসিংহ যাচ্ছিল।
ঘটনা স্থল পরিদর্শন করেছেন নান্দাইল মডেল থানা পুলিশ।



















