২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:৩৯ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতি উপজেলা আ’লীগ সহ সভাপতি সারুর বক্তব্যে তোলপাড়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৪, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড: আশ্রাফ আলী চৌধুরী সারুর দলীয় সভায় দেয়া এক বক্তব্যে তোলপাড় চলছে পুরো জেলায়।

সোমবার (১৩ মে) সকালে উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির সভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড: আশ্রাফ আলী চৌধুরী সারু। তার দেয়া বক্তব্যটি মূহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

তিনি তার বিতর্কিত ও হাস্যকর বক্তব্যে বলেন, পৌর নির্বাচনে এম মেজবাহ উদ্দিনকে বিজয়ী করতে এক হাজার মানুষকে তাবু টানিয়ে দুইদিন ভাত খাইয়েছেন সারু। পৌর নির্বাচনে প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয় করেন। এরপর সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য বিভিন্ন সংস্থা থেকে তাকে চাপ দেয়া হলেও তিনি তা নাকচ করে দেন। তিনি বিভিন্ন সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু’এমপি, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন’ এমপি, ডিসি, ইউএনও, ওসি সহ প্রশাসনের বিভিন্ন লোককে লক্ষ লক্ষ টাকা সহায়তা করেন এবং উপঢৌকন দেন। করোনকালীন সময়ে প্রশাসনকে উপকরণ সহায়তা সহ নগদ টাকা দিয়েছেন।

তিনি বর্তমান সাংসদ আলহাজ মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন’এমপির নির্বাচনকালীন বিপুল পরিমাণের টাকা ব্যয় করেন। এমপি ও তার পরিবারের লোকজন সম্পর্কে বেফাঁস মন্তব্য করেন। ড: সারু বলেন, এমপি তার পরিবারের লোকজনকে টাকার মেশিন হিসেবে ব্যবহার করেন এবং তাদের দিয়ে এলাকায় সন্ত্রাস নৈরাজ্যকর পরিবেশের তৈরি করেন।

উপজেলা নির্বাচনে ড: সারু ভোট করেন রোকেয়া আজাদের আনারস প্রতিকের। সেখানেও তিনি বিপুল পরিমাণের টাকা দান অনুদান করেন বলে বক্তব্যে উল্লেখ করেন। এছাড়া তিনি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল ও তার বড় বোন উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির সহ সভাপতি নাহিদ ফরিদা মুনমুনকে বিএনপি নেতা বলে উল্লেখ করেন।

উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল কোন এক সময়ে সারুর বাড়ীর পুকুর থেকে মাছ চুরি করেছে এমন হাস্যকর মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম নিজাম, সহ সভাপতি একরামুল কবির টিটু, সদস্য ও পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য সাহেদ আলী মনু সহ অনেকে।

এমন অনাকাঙ্খিত অনভিপ্রেত ও হাস্যকর বক্তব্য দেয়া প্রসঙ্গে বলেন ড: সারু বলেন, আমি যা বলেছি সবই সত্য। আমার বক্তব্যই আমার উত্তর।

সংক্ষুব্দরা জানায়, ড: সারু দলীয় সভায় এ ধরনের বক্তব্য দেয়া উচিত হয়নি। যার ফলে অনাকাঙ্খিত ঘটনার জন্ম হতে পারে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ পেল ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

কিশোরগঞ্জে বিপিজেএফ’র জেলা কমিটি গঠন

১ লাখ টাকা না দেয়ায় ৪টি মোটরসাইকেল চুরির মামলা দিল ওসি

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

রামগতিতে পরিবেশ ধ্বংস করে জোরপূর্বক অবৈধ ব্রীকফিল্ড স্থাপনের চেষ্টা

কিশোরগঞ্জে অভিনব কায়দায় মটর সাইকেল ও নগদ অর্থ ছিনতাই

কিশোরগঞ্জে কৃষি ব্যাংকের আয়োজনে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময়

পত্নীতলায় রোলারের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু

রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিক্সা শ্রমিকের মৃত্যু

বন্যার পানিতে ভাসছে ইটনা; সকল আবাসন পানিতে