মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌর আলেকজান্ডার বাজারে অগ্নিকান্ডে ১৮ দোকান ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আরেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সভাপতি সামছুল বাহার খন্দকার জানান, গভীর রাতে আগুন লেগে বাজারের ৩য় গলির এক পাশের হাওলদার স্টোর নামের মুদি দোকান, বিসমিল্লাহ স্টোর, বিক্রমপুর ক্রোকারিজ, বুট মুড়ির দোকান, হাওলাদার মোবাইল শপ, কাজলের দধি দোকান সহ অন্যপাশের ভাই ভাই ঘড়ি বিতান, গার্মেন্টস দোকান মায়ের আচল, বিসমিল্লাহ, ফ্যাশন হাউজ, রিংকু বস্ত্রালয়, পোষাক বাড়ী ও মা বস্ত্রালয় পুড়ে যায়। আগুনে পুড়ে দোকানের মালামাল সহ প্রায় ৪ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
রামগতি ফায়র সার্ভিস স্টেশন অফিসার খোকন পাটওয়ারী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রায় ১৮টি দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি নিরূপণে কাজ করছি।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে উপজেলা প্রশাসন সহ ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লাহ আমাদের বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করেছে।


















