৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৫৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৬, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদের হবে উন্নতি’ শ্লোগানে লক্ষ্মীপুরের রামগতিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণী-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রশানসনের সহযোগীতায় সপ্তাহব্যাপী এ প্রদর্শণীর উদ্বোধন করা হয়।

এউপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা প্রাঙ্গণে এসে মিলিত হয়। পরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুবেল সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার খালেদ মোহাম্মদ হাফিজ উল্যাহ, যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার খোকন মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন প্রমূখ। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা ডেইরী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিনার উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ও সাংবাদিক কর্মী মুহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়া মেলার স্টল পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা: সুকেশ বৈদ্য।

সপ্তাহব্যাপী প্রদর্শনীতে স্থানীয় খামারিরা ৩০টি স্টল দিয়ে মেলায় অংশ নেয়। এছাড়া রয়েছে এসিআই, রেনেটা, সহ কয়েকটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের স্টল। প্রবেশ পথেই রয়েছে প্রাণিসম্পদ দপ্তরের তথ্য কেন্দ্র ও খামারের ঘাস কাটার যন্ত্রসহ বিভিন্ন উপকরনের একটি স্টল।

সর্বশেষ - রামগতি উপজেলা