১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:১৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর মিলেনিয়াম হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে মিলেনিয়াম হাসপাতাল কর্তৃক চিকিৎসা চলাকালীন সময়ে রোগীর মৃত্যুর অভিযোগে ডাক্তার এবং স্টাফদের উপর হামলা ও হাসপাতালে ব্যাপক ভাংচুরের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদর হাজিরহাট বাজারে ‘ বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন’ কমলনগর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কমলনগর শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, নিউ উপকূল ল্যাবের ডা. আবদুল্লাহ আল নোমান (এমবিবিএস), ফজুমিয়ার হাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মো. শাহজাহান, উপকূল ল্যাব করইতলা বাজার চেয়ারম্যান মাওলানা নজির আহমদ হেলালী ও নিউ উপকূল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ফারুক হোসেন প্রমূখ।

‎এসময় বক্তারা চিকিৎসা সেবায় কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান সহ অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় তারা যেকোন ধরনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

‎জানাযায় লক্ষ্মীপুর জেলার মিলেনিয়াম হাসপাতালে একজন নারী পিত্তথলি অপারেশনের জন্য ভর্তি হন। শুক্রবার বিকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরে আলম মুহিব ও ডা. ইকবাল মাহমুদ অপারেশন শুরু করেন। এতে অপারেশন চলাকালীন সময়ে রোগীর মৃত্যু হয়। এ বাহিরে খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক হাসপাতালে ঢুকে ডাক্তার এবং স্টাফদের উপর হামলা ও ব্যাপক ভাংচুর চালান।

সর্বশেষ - রামগতি উপজেলা