১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:১২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরের ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার আবুধাবিতে মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৬, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক বাংলাদেশী ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টার দিকে ওই দেশের আলআইন শহরের জিনেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে আজাদ ৩১ ডিসেম্বর আলআইনে নিজ বাসায় স্ট্রোক করেন। আজাদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী আবদুল মালেকের ছেলে।

আবুল কালাম আজাদের ছোট ভাই জামায়াত নেতা ডা. মো. ইউছুফ জানান, তার বড় ভাই দীর্ঘ ২৫ বছর থেকে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে আবুদাবির আলআইন শহরে চাকুরী করে আসছেন। হঠাৎ গত ৩১ ডিসেম্বর তিনি স্ট্রোক করলে তাকে আলআইন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য ওই শহরের জিনেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার পরিবারে স্ত্রী ও ৪মেয়ে রয়েছে। আজাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আজাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান তার পরিবার।

সর্বশেষ - কমলনগর উপজেলা