৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:৪৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে কান কামড়ে ছিড়ে ফেলেছে সাবেক শিক্ষকের

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৩, ২০২১ ১১:৩৩ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরে দোকান ঘর সংস্কার করতে গেলে সাবেক শিক্ষকের কান কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ কমলনগর উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা একটি বাড়ি একটি খামারে কর্মরত রাকিবুল হাসান বিপ্লবসহ তার বাবা শাহজানের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে নিজ দখলিয় দোকান ঘর সংস্কার করতে গেলে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের কান কামড়ে ছিড়ে ফেলেছে রাকিব ও তার বাবা শাহজান। এছাড়াও রাকিবদের হামলায় আহত হয়েছে আবু বক্কর সিদ্দিকের দুই ছেলে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মোহাম্মদ দাউদ সিদ্দিকী ও মাসুদ সিদ্দিকী।

স্থানীয় সূত্রে জানাযায় সকালে দাউদ সিদ্দিকী তাদের দোকান ঘর সংস্কার করতে গেলে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব তার বাবাসহ ৮-১০ জন একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় দাউদ সিদ্দিকী ও মাসুদ সিদ্দিকীকে পিটিয়ে জখম করে এবং তাদের বাবা আবু বক্কর সিদ্দিকের কান কামড়ে ছিড়ে ফেলেছে।

দাউদ সিদ্দিকী জানান তাদের দোকনঘর সংস্কার করতে গেলে রাকিবরা একত্রিত হয়ে হামলা চালায়। বাবা’র কান ছিড়ে ফেলেছে এবং তিনিসহ তার ভাইকে পিটিয়ে আহত করেছে। প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

রাকিবুল হাসান বিপ্লবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কান ছিঁড়ার বিষয়ে আমি অবগত নয়, দাউদ সিদ্দিকীরা বাবা’র চোখে আঘাত করেছে। উনাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন জানান জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সবাইকে চিকিৎসার জন্য বলা হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা