মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২আগস্ট ২০২৫) সকাল ১০ ঘটিকায় হাজির বাজার তালপট্টি থেকে একটি র্যালী রেব হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, যুব বিভাগ উপজেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হাজির হাট ইউপি যুব বিভাগের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ মনিরসহ প্রমূখ।