৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১:১৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৯, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরের বিরুদ্ধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার নাসিরগঞ্জ করইতোলা সড়কের (গনি রমিজ আলম সড়ক) চর মার্টিন ইউনিয়নের ৬নং ওয়ার্ড আগ্রা গো বাড়ি সংলগ্ন রাস্তা থেকে ভাইস চেয়ারম্যান শ্রমিক লাগিয়ে গাছের বড় একটি অংশ কেটে নেন।

গাছ কাটার শ্রমিক মোহাম্মদ সুলতান আহমদ ও মোহাম্মদ মোস্তফা জানান, ভাইস চেয়ারম্যান আমাদেরকে গাছ কাটতে বলেছেন।

গাছ কাটার খবর পেয়ে বন বিভাগের লোকজন সেখানে গেলে জানতে পারেন পাশের একটি সমিলে বিক্রির জন্য নিয়ে রেখেছেন।

কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন তিনি জনসাধারণের চলাচলের জন্য গাছের একটি ঢাল কেটেছেন।

কমলনগর উপজেলা বন কর্মকর্তা আবদুল কাদের জানান, গাছ কাটার বিষয়ে ভাইস চেয়ারম্যান তাকে জানায় নি, তিনি সরজমিনে যাবেন। এসময় তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি খোঁজ খবর নেবেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা