কিশোরগঞ্জের এমপি লিপির, শহীদ শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ও কেককাটা

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি,স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় নেতা, শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সফল সাধারণ সম্পাদক ও সফল মন্ত্রী, শুদ্ধতম রাজনীতির রাজপুত্র বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম মহোদয়ের ছোট বোন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
মঙ্গলবার দুপুর বারোটায় জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতি তে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সহ সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল সহ অনেকে উপস্থিত ছিলেন।