১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:৫৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কিশোরগঞ্জে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জনশক্তি কর্মসংস্থান, প্রশিক্ষণ ব্যুরোর অর্থায়নে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে ২৪ জন প্রশিক্ষণার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ জাভেদ রহিম এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক, মো. শহিদুল আলম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা, সদর উপজেলার চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, ভাইস চেয়ারম্যান আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা খানম, এটি এম ফরহাদ চৌধুরী, মোঃ আসাদুজ্জামান মোল্লা, আলী আকবর, এস. এম মাহমুদুল হাসান, মো. আঃ রাজ্জাক প্রমুখ।

প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দু-ই মিলে এই স্লোগানকে সামনে রেখে বক্তারা একে একে বক্তব্যে বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই, তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ জনশক্তি গড়ে তোলার এই চেষ্টায় দেশ ও জাতির উন্নতি বয়ে আনবে বলে মনে করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা