সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস ফোরামের ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ ২০২৪) বাদ আছর কিশোরগঞ্জের করিমগঞ্জ রোড়ের সতালস্থ গাংচিল কনভেনশান সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস ফোরামের যুগ্স সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল পাটওয়ারীর সঞ্চালনায় ও মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা একেএম রুহুল আমিন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজারস ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ।
রি-জোনাল ম্যানেজার গণের মধ্যে বক্তব্য রাখেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের আরএসএম মো. বকুল আক্তার, এশিয়াটিক ফার্মাসিউটিক্যালের আরএসএম মো. রুহুল আমিন রিপনসহ প্রমূখ।
ম্যানেজারস গণের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজারস ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. মহসিনুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসসন, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম খানসহ প্রমূখ।
ফারিয়া নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক অপু, করিমগঞ্জ ফারিয়ার সাধারণ সম্পাদক মো. ওয়াশিম আকরাম, তাড়াইল ফারিয়ার সাধারণ সম্পাদক আল আমিন রুবেলসহ প্রমূখ।
ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আলমগীর হোসেন।
ইফতার অনুষ্ঠানে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার ফারিয়ার নেতৃবৃন্দ বিশেষ করে কিশোরগঞ্জ জেলা ফারিয়ার সভাপতি/সাধারণ সম্পাদক, করিমগঞ্জ ফারিয়ার সভাপতি/সাধারণ সম্পাদক, তাড়াইল ফারিয়ার সভাপতি/সাধারণ সম্পাদক, হোসেনপুর ফারিয়ার সভাপতি/সাধারণ সম্পাদক, পাকুন্দিয়া ফারিয়ার সভাপতি/সাধারণ সম্পাদক, কটিয়াদি ফারিয়ার সভাপতি/সাধারণ সম্পাদক, বাজিতপুর ফারিয়ার সভাপতি/সাধারণ সম্পাদক, নিকলী ফারিয়ার সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শতাধিক সদস্যের উপস্থিতিতে ইফতার ও দোয়া অনুষ্ঠান প্রাণবন্ত হয়।
কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরাম এর সভাপতি মো. রফিকুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।