মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবৈধ সেচ পাম্প বসানোর কারনে ২ জন মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, সংশোধিত আইন-২০১০ এর বিভিন্ন অপরাধে ২ জন অবৈধ সেচ পাম্প মালিককে নগদ ৮ হাজার টাকা অর্থদ- করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী।
এসময় ছয়সূতী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মন, উপজেলা আবাসিক প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রমজান আলী উপস্থিত ছিলেন ।
ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী বলেন অবৈধ সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, বিএডিসি’র অনুমোদন বিহীন যত্রতত্র সেচ পাম্প বসানোর জন্য তাদের জরিমানা করা হয়েছে।