মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিসহ ঘর পেল ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
মঙ্গলবার (১১ জুন,২০২৪ খ্রিঃ) সকাল পৌনে বারোটায় উপজেলা পরিষদ হলরুমে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে ১২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম’র সভাপতিত্বে উপস্থিত অতিথিবৃন্দ অসহায় ভূমিহীন ও গৃহহীন ১২০ টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সুফী সাজ্জাদ আল ফোজায়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের,
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. সোলায়মান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক আবু বাক্কার, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, ছয়সূতী ইউপি চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুমসহ স্থানীয় সাংবাদিক, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
এসময় অসহায় উপকার ভোগীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘর পেয়ে খুবই খুশি। তারা বলেন, অন্যের বাড়িতে অন্যের জায়গায় ভাঙা ঘরে বছরের পর পার করেছে আর নিজের জমি নিজের ঘর ছিলো শুধুই স্বপ্ন। আজ সে স্বপ্ন পুরণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মাধ্যমে ভূমি ও গৃহ পেয়ে। তারা আরো বলেন কি যে আনন্দ লাগছে আর খুশি হয়েছি আল্লাহ ছাড়া আর কেহ জানেন না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গণভবন হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে একযোগে ২৮ হাজার ৫ শ ৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তরের অংশ হিসেবে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া আশ্রয়নে ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ব্যারাক হাউসের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।