১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৩৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

তাড়াইলে জেঁকে বসেছে শীত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৭, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হাওরাঞ্চলের শুরু কিশোরগঞ্জের তাড়াইলে জেঁকে বসেছে শীত। বেড়েছে তীব্রতা। ঘনকুয়াশায় ঢেকেছে জনপদ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডার জবুথবু হয়ে পড়েছে মানুষ। সকালে এবং রাতে সবচেয়ে বেশ শীত অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সূর্যের তাপমাত্রা বাড়লে শীত কিছুটা কম অনুভুত হয়। সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলায় সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকে যায় গোটা জনপদ। শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। ডিসেম্বর মাসের শুরুর দিক থেকে উপজেলায় শীত অনুভূত হচ্ছে। ধীরে ধীরে এর তীব্রতা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি নিলেও নিম্ন-আয়ের মানুষগুলো শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সন্ধ্যা থেকে সকাল অবধি ঘনকুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকা। ভোরের আলো দেরিতে এক ঝলক দেখা দিলেও ফুরিয়ে যাচ্ছে অতি সহজেই।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের বয়োবৃদ্ধ মুহাম্মাদ চান্দু ভুঁইয়া (৯০) বলেন, ঘনকুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে মানুষ বিপর্যস্ত হয়ে পড়ছে। দুদিন ধরে তাপমাত্রা কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ধলা ইউনিয়নের সেকান্দর নগর গ্রামের আলতাফ হোসেন (৬৫) বলেন, কয়েকদিন থেকে শীত পড়ছে বর্তমান অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাট কিছু দেখা যায় না। এরকম ঠান্ডা ও শীত হলে বয়স্ক মানুষগুলোর খুবই সমস্যা। দেখা দেয় ঠান্ডাজনিত নানা রোগ।

উপজেলার সচেতন মহল বলেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনৈতিক ব্যাক্তিগণ এবং সমাজের ধনাঢ্য লোকগণ ছিন্নমূল ও অসহায় মানুষদের সেবায় এগিয়ে আসা অতীব প্রয়োজন।

সর্বশেষ - কমলনগর উপজেলা