রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসের তাড়াইল সাংগঠনিক অফিসে ২০২৪ সালের প্রথম সাপ্তাহিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নিশ্চিত ভবিষ্যতের সুহৃদ সাথী’ শ্লোগানকে ধারণ করে সাফল্য ও অগ্রগতির ৩৯ বছরের ন্যশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২ টায় এনএলআই তাড়াইল সাংগঠনিক অফিসে সাপ্তাহিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের প্রথম সাপ্তাহিক উন্নয়ন সভায় কিশোরগঞ্জ জোনের তাড়াইল সাংগঠনিক অফিসের সহকারী জোনাল ইনচার্জ সুলতান মুহাম্মাদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পর পর তিনবার স্বর্ণপদক প্রাপ্ত, সহকারী ভাইস প্রেসিডেন্ট, কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার এরিয়া প্রধান একে এম আসাদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ এজেন্সি অফিসের এজিএম আবু হানিফ। ২০২৪ সালের প্রথম সাপ্তাহিক উন্নয়ন সভায় তাড়াইল সাংগঠনিক অফিসের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিল্ড অফিসার গণ উপস্থিত ছিলেন।
বক্তব্যে পর পর তিনবার স্বর্ণপদক প্রাপ্ত, সহকারী ভাইস প্রেসিডেন্ট, কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার এরিয়া প্রধান একে এম আসাদুল্লাহ খান বলেন, ন্যাশনাল লাইফ বীমা দাবী পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং সময়মতো গ্রাহকের দাবী পরিশোধ করে। তিনি আরো বলেন, যে কোম্পানী যত বেশী দাবী পরিশোধ করবে, সে কোম্পানী তত বেশী ব্যবসা অর্জন করবে।