নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে স্কুল ছাত্র মাহফুজুর রহমান সাজিদকে কুপিয়ে হত্যা মামলায় বুধবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার আবদুল হান্নান, নান্দাইল উপজেলার রহিমপুর গ্রামের আরমান। তাদেরকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর একটি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা খুনের সাথে জড়িত বলে স্বীকার করেছে। উল্লেখ্য, গত ২৭মার্চ রহিমপুর গ্রামে নিজ বাড়ীতে উক্ত স্কুল ছাত্রকে রাতের আধারে হত্যা করা হয়।
Please follow and like us: