১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:০৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলার আদিত্যপাশা এলাকায় নিজ অটোরিকশার একটি চাকা খুলে মেরামতের সময় হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. ইসমাইল হোসেন (২৫) এর ওপর চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইল হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আসুতিয়া ইউনিয়নের গকুলনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

অপরদিকে, একইদিন সন্ধ্যার দিকে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় বাইসাইকেল আরোহী টুটুল মিয়া (৩২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত টুটুল মিয়া চন্ডিপাশা গ্রামের বকুল মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা