মো. মঞ্জু রুল হক মঞ্জ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়া থানাধীন কলা দিয়া, কালিয়া চাপরা, মির্জাপুর, মঠ খোলা সহ বিভিন্ন গরুর হাট পরিদর্শন করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন।
এ সময় তিনি বিক্রেতা ও ইজারাদারদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বাজার পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকদের পাকুন্দিয়া উপজেলার গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, জালটাকা শনাক্তে গোয়েন্দা সংস্থা কাজ করছে। জালটাকা পাওয়া গেলে ওই চক্রকে গ্রেফতার করা হবে। যেখানে গরুর বাজার ইজারা দেওয়া হয়েছে তার বাইরে বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সড়কে গরুবাহী গাড়ি আটকানো নিষিদ্ধ করা হয়েছে। উপজেলার সকল গরুর বাজার গুলো সার্বক্ষিক তদারকি করা হচ্ছে।