১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৩৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন এ পদের শুন্য ঘোষণা করেন।

সোমবার ১৫ই এপ্রিল পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুুটন পদত্যাগ পত্র জমা দেন। সে আলোকে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন যাচাই-বাছাই শেষে এ পদটি শুন্য ঘোষণা করেন।

এমদাদুল হক জুটন পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি আগামী ৮ মে প্রথম দাপের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন।

উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন পাটুয়া ভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন সোমবার পদত্যাগ পত্র জমা দেন। সে আলোকে ও ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা