পাকুন্দিয়ায় অটোরিকসা চাপায় ইমাম নিহত, চালক আটক

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকসা চাপায় মাওলানা তৌফিকুল ইসলাম (৪০) নামের মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। রবিবার (২১ মে) সকালে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাওলানা তৌফিকুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার পয়ত্রিশকাহন গ্রামের শামছুদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া থানার এসআই মো. আশরাদ উল্লাহ জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের জামে মসজিদের ইমাম তৌহিদুল ইসলাম ফুরকানিয়া মাদসারায় পড়ানো শেষে বাই সাইকেল যোগে তারাকান্দি আসআসাদুল ঊলুম কওমি ইউনির্ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় পিছন দিক আসা একটি যাত্রীবাহী অটোরিকসা চাপা দিলে তিনি সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তখন স্থানীয় জনতা অটোরিকসাসহ চালক রতন মিয়া (৩০) কে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় তৌহিদুল ইসলামকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলাম দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অটোরিকসা ও তার চালক রতন মিয়া (৩০) কে আটক করেন। চালক রতন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের বাবুল মিয়া ছেলে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।