Sunday, September 24, 2023

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

মো. মুঞ্জরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন রফিকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান, মো. শামসুদ্দোহা দোহা, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান বাবলু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরাম হোসেন টিপু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথি, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন হিমেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ তুহিন প্রমুখ।

কর্মী সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাঁর এই স্বপ্নকে বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ উন্নত, সম্মৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে মজবুত ও শক্তিশালী করতে হবে। খেয়াল রাখতে হবে কোন কুচক্রি মহল আর যেন দলের কোন ক্ষতি করতে না পারে।

এ সময় কর্মী সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20
সর্বশেষ সংবাদ