১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:১৩ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১১, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদেরকে উৎসাহিত করতে ভর্তুকী প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে সরকার প্রদত্ত বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস ছামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ:দা:) নাহিদ হাসান সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২ হাজার ৩শ জন প্রান্তিক চাষিকে বাছাই করা হয়েছে। তন্মধ্যে প্রতি চাষিকে ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি সার ও ৫ কেজি বীজ ভর্তুকী দেয়া হচ্ছে। এ সময় সরকার প্রদত্ত ভতুর্কি মূল্যে দুইজন কৃষককে ২টি কম্বাইন্ড হার্ভেস্টার প্রদান করা হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা