২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৩:৫৮ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় গৃহবধুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার-২

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৫, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধুকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। বুধবার (৫ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার কোদালিয়া পূর্বপাড়া হাবিবের বাড়ি থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই এলাকায় ওই গৃহবধু ধর্ষনের শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কোদালিয়া পূর্বপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে হাবিব মিয়া (৫০) এবং কিশোরগঞ্জের কালটিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে জজ মিয়া (৪৫)। হাবিব মিয়া পেশায় একজন কৃষক ও জজ মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ওই গৃহবধুকে পার্শ্ববতী কিশোরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে জজ মিয়া তার অটোরিক্সায় তুলে হাবিব মিয়ার বাড়িতে নিয়ে যান। পরে হাবিব মিয়ার বাড়ির পেছনের একটি আঁখ ক্ষেতে নিয়ে তারা দুইজনে মিলে ওই গৃহবধুকে রাতভর ধর্ষন করে ফেলে রেখে যায়। এতে ওই গৃহবধু অসুস্থ হয়ে পড়ে। বুধবার সকালে সেখান থেকে গৃহবধু নিজেই কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে ভর্তি হন।

খবর পেয়ে তার স্বামী হাসপাতালে ছুটে যান। সেখানে গৃহবধু তার স্বামীর কাছে ঘটনার বিস্তারিত খুলে বলেন। পরে বিকেল পাঁচটার দিকে হাসপাতাল থেকে স্বামী গৃহবধুকে সঙ্গে নিয়ে অভিযুক্ত হাবিবের বাড়িতে যান। সেখানে গিয়ে হাবিবের সঙ্গে জজ মিয়াকেও বসে থাকতে পান তারা। পরে এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনার এক ফাঁকে কৌশলে গৃহবধুর স্বামী মুঠোেেফানে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে বিষয়টি জানান। কিশোরগঞ্জের পুলিশ সুপার মুঠোফোনে পাকুন্দিয়া থানার ওসিকে ওই অভিয্ক্তুদের গ্রেফতারের নির্র্দেশ দেন। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু দ্রুত হাবিবের বাড়িতে ছুটে গিয়ে সেখান থেকে অভিযুক্ত হাবিব ও জজ মিয়াকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানায় নিয়ে যান।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, এসপি স্যারের নির্দেশে অভিযুক্ত হাবিব মিয়ার বাড়ি থেকে হাবিব ও জজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই গৃহবধুকে ধর্ষনের বিষয়টি স্বীকার করেছে। স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

কমলনগরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে থানায় ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে উপজেলা জামায়াতে রহিম পৌরসভায় খায়ের আমীর নির্বাচিত

কুলিয়ারচরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের বাড়িতে বীর নিবাস নির্মাণ শুভ উদ্বোধন

কমলনগরে হাজির হাট ইউনিয়ন জেএসডি’র আহবায়ক কমিটি গঠন

কমলনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বালুবাহী বাল্কহেড আটক, ৫০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. সারু