মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে প্রেস ব্রিফিং করেন উপজেলা নিবার্হী অফিসার মো. বিল্লাল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ৮ই জুন সকাল ১০টা বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ১০.৩০ মিনিটে গণ্যমান্য ব্যক্তিবর্গ/সরকারী/বেসরকারী কর্মকর্তা, নাগরিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের সমন্বয়ে ভূমির আধুনিকায়নের উপর সচেতনতামূলক সভা ভূমি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। ৭ দিন ব্যাপী সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস তথ্য কাম-সেবা বুথ থেকে উন্মোক্ত শুনানি ও সেবা প্রদান করা হবে।