মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হাসান সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, মজিবুর রহমান, উপজেলা সাবরেজিষ্ট্রার মহসিন উদ্দিন আহমদসহ বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৯১ জন জীবিত মুক্তিযোদ্ধাদেরকে স্মার্টকার্ড ও সনদ এবং ২০৪ জন মৃত বীরমুক্তিযোদ্ধাগণের ওয়ারিশানদের হাতে সনদ বিতরণ করা হয়।