২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৩:৫৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কমলনগরে ওয়ারিয়র্স ক্লাবের কমিটি গঠন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৯, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন কমলনগর ওয়ারিয়র্স ক্লাবের কমিটি পুর্নগঠন করা হয়েছে। দীর্ঘ ১৯ বছরে পদার্পণ করেছে সামাজিক ও ক্রীড়া ভিত্তিক এ সংগঠন।

সোমবার (১৬ জানুয়ারি) উপজেলার চর লরেঞ্চ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ‘স্থায়ী কমিটি’র সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫ম বারের মতো পূর্ণাঙ্গ ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি জানুয়ারি- ২০২৩ খ্রিঃ থেকে ডিসেম্বর- ২০২৪ পর্যন্ত ২ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। চার স্তরে বিন্যস্ত (কার্যনির্বাহী পরিষদ, পরিচালক পরিষদ, স্থায়ী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ) কমিটি ঘোষণা করা হয়।

কমলনগর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিচক্ষণ সংগঠক ও উদার সমাজকর্মী ওয়ারিয়র্স ক্লাবের বর্তমান সফল সাধারণ সম্পাদক রেদওয়ান হোসাইন কে কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত সভাপতি এবং সক্রিয় ও দক্ষ ক্রীড়া সংগঠক, এন কে নাহিদ কে সাধারণ সম্পাদক ও হোসেন শাকিল কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া কমলনগর উপজেলার পরিচ্ছন্ন রাজনীতিক সাইফুল ইসলাম স্বাধীন কে ‘স্থায়ী কমিটির’ চেয়ারম্যান এবং ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন সোহাগ কে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। উপজেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ওয়ারিয়র্স ক্লাব এর প্রতিষ্ঠাতা বিগত ১৮ বছরের সফল সভাপতি আবদুল্লাহ আল ফারুক জুয়েল কে পরিচালক পরিষদের মহাপরিচালক হিসেবে এবং হোসেন কে উপ-মহাপরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন কে প্রধান উপদেষ্টা ও ইসলামি ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ছানা উল্লাহ কে উপ- প্রধান উপদেষ্টা, উপদেষ্টা হিসেবে মহি উদ্দিন মাহমুদ (ব্যাংকার), আবদুর রহমান সেলিম (প্রধান শিক্ষক) মাহবুবুল ইসলাম দোলন, গিয়াস উদ্দিন মোল্লা, সানা উল্লাহ সানু (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), কাজী মুহাম্মদ ইউনুছ (দৈনিক ইনকিলাব), আমজাদ আমু (ভোরের বানী), মিরাজ হোসেন শান্ত, ডা. জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, ইসমাইল মেহেদি, আদিল মাহমুদ, হারুনুর রশীদ মেম্বার, ফখরুল ইসলাম মেম্বার, আলমগীর মেম্বার, মো. বাহারকে মনোনীত করা হয়।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাঁদের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে কমলনগর ওয়ারিয়র্স ক্লাবকে ক্রীড়া ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা উপজেলার সকল সামাজিক ও ক্রীড়া সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর