মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার ১ জুন সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্ত্বরে এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন।
এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জোটন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, সাবেক উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. এ.কে.এম শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলার ২৪৮টি পয়েন্টে এ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্যে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ এর অভাব জনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং শিশুদের রোগ প্রতিরোধ বৃদ্ধির মাধ্যমে অপুষ্টি জনিত মৃত্যু প্রতিরোধ করা।