পাকুন্দিয়া হাসপাতালে বিভিন্ন পদে কাজের দক্ষতার উপর পুরষ্কার বিতরণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২২ সালের বিভিন্ন পদে কাজের দক্ষতার জন্য ২০ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০জন কর্মকর্তা-কর্মচারীর হাতে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, মেডিকেল অফিসার ডা. মিঠুন রানা ও ডা. ফারুক প্রধান প্রমুখ।
পুরস্কৃতরা হলেন, জুনিয়র কনসালটেন্ট ডা. শাহ মুহাম্মদ হাসানুর রহমান, মেডিকেল অফিসার ডা. প্রবাল সরকার, সিনিয়র স্টাফ নার্স সেলিনা বেবী, মিডওয়াইফ সাথী আক্তার, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) ফারজানা আক্তার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কামরুল ইসলাম সিদ্দিকী, মেডিকেল টেকনোলজিষ্ট মো. খায়রুল আলম, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মেহেরুন্নেছা রুপা, স্বাস্থ্য পরিদর্শক মো. বোরহান উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আবুল কালাম ইলিয়াস, স্বাস্থ্য সহকারী শামছুন্নাহার শিল্পী, সিএইচসিপি হালিমা আক্তার, এমএইচভি মো. ওমর ফারুক, ওয়ার্ড বয় নূরুল আমীন, পরিচ্ছন্নতাকর্মী মো. আল আমিন, অফিস সহায়ক মো. আলাউদ্দিন, কুক/মশালচী মো. দুলাল মিয়া, নিরাপত্তা প্রহরী রিয়াজ উদ্দিন খান, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মিঠু লাল সাহা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুফিয়া খাতুন।