জাকির হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম সোমবার (১৮ই) জুন বিদ্যালয় এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের গণভোটে আহবায়ক পদে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, হোটাটিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা, বাংলাদেশে প্রতিষ্ঠিত “আল মদিনা গ্রুপের” ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. জাকির হোসেন পাটোয়ারী, সদস্য সচিব পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, বাংলাদেশের সুনামধন্য গোল্ড মার্ক এর জেনারেল ম্যানেজার মো. মনির হোসেন কিশোর সহ ৩১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মাস্টার।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ।
জানা যায় পূর্ব ঘোষিত অনুযায়ী পবিত্র ঈদুল আযহার পরের দিন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন-মেলায় উপস্থিত প্রাক্তন ছাত্র- ছাত্রীদের গণভোটে এ ফোরাম গঠন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শাহজাহান মাস্টার, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ বলেন এ কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এবং পানিওয়ালা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরে ৭০ বর্ষপূর্তি উদযাপনে ভূমিকা রাখবে।
নব নির্বাচিত আহবায়ক আলাজ মোহম্মদ জাকির হোসেন পাটোয়ারী জানান ঐতিহ্যবাহী পানিয়ালা উচ্চ বিদ্যালয় সুনাম বজায় রাখতে প্রাক্তন ছাত্র ছাত্রীরা ভূমিকা রাখবে। বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন সহ সুন্দর পরিবেশ গঠনে শুধু ছাত্রীদের ফোরাম নহে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ভূমিকা রাখতে হবে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বিপদে-আপদে ভালো-মন্দে সকলের অংশীদার থাকতে হবে। হিংসা – বিদ্বেষ, একে অপরের প্রতি সমালোচনা পরিহার করে সকলে আর আত্মসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বড়দের সম্মান শ্রদ্ধা আর ছোটদের প্রতি বড়দের স্নেহ ভালোবাসা থাকতে হবে। সকলের আন্তরিকতা সহযোগিতা সহমর্মিতা ও ভালোবাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে বলে আমি আশাবাদী।