মো. নোমান হোসেন, লক্ষীপুর জেলা প্রতিনিধি: লক্ষীপুর সদর উপজেলার পিয়ারাপুর বাজারটি অবস্থান মহাসড়কের পাশে। কৃষি নির্ভর এলাকা হওয়ায় এ অঞ্চলে প্রচুর পরিমাণ সবজির চাষ হয়। এ সবজি প্রতিদিন এলাকার চাহিদা মিটিয়ে যায় দেশের বিভিন্ন স্হানে। এ কৃষি নির্ভর অঞ্চল থেকে প্রতিদিন এ সবজি বেচা বিক্রির জন্য নেই নির্দিষ্ট কোন স্থান। তাই কৃষকেরা মহা সড়কের পাশে গড়ে তুলছে সবজির হাট বাজার। আর এতে যানবাহনের যানজটে সাধারণ জনগণ, যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
তাই সাধারণ জনগণ ও পরিবহনের যাত্রীরা এ ভোগান্তি থেকে জেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে। আর ব্যসায়ীরা জানান আমরা বেচা বিক্রির জন্য নিদিষ্ট কোন স্থান না পাওয়ায় ঝুকি নিয়ে মহাসড়কের পাশে আমাদের বেচা বিক্রি করতে হয়। আমাদের কোন নিদিষ্ট স্থান করে দিলে আমাদের কোন ঝুকি থাকত না আমরা সেখানে বেচা বিক্রি করতাম। অন্য দিকে একই দৃশ্য ভবানীগঞ্জের চৌরাস্তা বাজারে। সাধারণ ব্যবসায়ী ও জনগণ জানান এ চৌরাস্তা বাজারটি খুব ব্যস্থ নগরী।
এ ব্যস্থ নগরীতে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। সব সময় যানজট লেগে থাকে এ বাজারে। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার এ পাশ থেকে ও পাশে জেতে হয়। আর এ জানজটের মূল কারণ হলো লক্ষীপুর রামগতি মহাসড়কের উপর মাছের দোকান বসা। মাছের দোকানের কারনে যানযট লেগে থাকে প্রায় ঘটে দূর্ঘটনা।
মাছের আড়ৎদার ও মাছ ব্যবসাীরা জানান, মাছের দোকান ও আড়তের জন্য কোন স্থান না থাকায় বাধ্য হয়ে আমরা এখানে বসতে হয়। তারা স্বীকার করে আড়ৎ ও দোকান মহাসড়কে বসায় প্রতি নিয়ত যানজট, দূর্ঘটনা ঘটে। তারা বলেন এ সব থেকে মুক্তির জন্য আমরা বাজার কমিটি ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।


















