মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরী (৬৫) বার্ধক্য জনিত কারণে ২৮ শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৬ টা ৩০ মিনিটে তাঁর লক্ষ্মীপুরের জামিরতলী এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না………………………………রাজিউন।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পুর্ণ হয়।
উক্ত নামাজের জানাজায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সাংবাদিক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জামায়াত নেতা মাওলানা নুর মোহাম্মদ রাসেল ও মরহুমের আত্মীয়-স্বজন।
মাওলানা আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরী মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা সন্তান রেখে যান। মরহুমের মৃত্যুতে শোক প্রস্তাব পেশ করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরাজি, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি সামছুল আলম প্রমূখ।