মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন আবুল হোসেন লিটন ।
তিনি কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের চাচা ও কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুছা মিয়া সিআইপি’র ছোট ভাই।
সোমবার (২০ মে ২০২৪) সকালে আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার এটিএম ফরহাদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে মো. আবুল হোসেন কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর কুলিয়ারচর, ভৈরব ও বাজিতপুর এর রিটার্নিং অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনো পদে একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় অতিবাহিত হওয়ার পরের দিন রিটার্নিং কর্মকর্তা তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারেন।
তিনি বলেন যেহেতু কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মো. আবুল হোসেন ছাড়া অন্য কোনো প্রার্থী নেই, তাই মো. আবুল হোসেন কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে ভাইস চেয়ারম্যান পদে নির্ধারিত তারিখ আগামী ৫ জুন ২০২৪ ভোট অনুষ্ঠিত হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হোসেন লিটন বলেন, নির্বাচনে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ বিজয় আমি কুলিয়ারচর উপজেলা বাসীকে উপহার দিলাম।
তিনি বলেন আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করায় আমি কুলিয়ারচর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কুলিয়ারচর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর কাঙ্খিত সেবা করায় আমার মূল লক্ষ্য।