প্রেস বিজ্ঞপ্তি: আওলাদে রাসূল (দ.) গাউছুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এঁর আসন্ন মহান ১০ই মাঘ পবিত্র উরস শরীফ উপলক্ষে ১৬ জানুয়ারি, ২৫খ্রি. আওলাদে গাউছুল আজম হজরত বাবা ভান্ডারী (ক.) অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারী (ম.) এর নির্দেশনায় মাইজভান্ডারী যুব ফোরাম কর্তৃক গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল খিরাম এর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য খিরাম উচ্চ বিদ্যালয় হল রুমে অভিজ্ঞ চিকিৎকগণ কর্তৃক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এতে সার্বিক সহযোগিতা প্রদান করে নানুপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ব্রাইট ডট (লাইফ সেইভার টিম)।
Please follow and like us: