মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির ছাত্রদের বিভিন্ন কলেজে ভর্তি, আবাসন সহ নানান সমস্যা সমাধানের বিশ্বস্ত ঠিকানা ও ভরসাস্থল ঐতিহ্যবাহী প্রভাবশালী ছাত্র সংগঠন ঢাকাস্থ রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) এর ঈদ পূর্ণমিলনী ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আরএসসিডি’র এ ঈদ পূর্ণমিলনী, মতবিনিময় ও নতুন বছরের জন্য কমিটি গঠন করা হয়।
সভায় সকলের সম্মতিতে ২০২৪-২৫ সনের জন্য নতুন কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন আরএসসিডি গার্ডিয়ান কাউন্সিলের অন্যতম সদস্য, আরএসসিডি প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ মাহমুদুল হাছান সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার মাসুম ও সহ সভাপতি খন্দকার মুজাহিদুল ইসলাম অন্তর এবং আরএসসিডির সম্মানিত সদস্যবৃন্দ।
সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরএসসিডি ২০২৪-২৫ সেশনের নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি ডা. এবিএম সাজ্জাদ হোসাইন বাপ্পি। নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তফা আহমেদ অয়ন, সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক বুয়েট ছাত্র ফাহিম জাহান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র মো. মুজাহিদ প্রমূখ।