মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্বাস হোসেন (৩৮) নামের এক রিকসা শ্রমিক মারা গেছেন।
সোমবার (৭ এপ্রিল) আলেকজান্ডার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজ গ্রামে এই ঘটনা ঘটে। আব্বাস হোসেন সবুজ গ্রামের কালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্বাস পেশায় এক অটোরিকশাচালক। প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরেন। এ সময় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Please follow and like us: