মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতা-২০২২ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০সেপ্টেম্বর) বিকালে আ স ম আবদুর রব সরকারী কলেজ মাঠে প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মো. মামুনুর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল খায়ের মানিক, কামিল মাদ্রাসার অধ্যক্ষ তৈয়ব আলী, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিগত ৩দিন থেকে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আন্ত:বিভাগের প্রতিযোগীতা শেষে আ স ম আবদুর রব সরকারী কলেজ মাঠে বহি:বিভাগের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।