২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৩:০৩ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

মোবাইল ফোন প্রয়োজনে এসএসসি ও এইচএসসি দুই শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩১, ২০২১ ১১:৫০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোবাইল ফোনের প্রয়োজনে ১০ দিনের ব্যবধানে এক কলেজ পড়ুয়া ছাত্র ফাঁসিতে ঝুলে ও এক এসএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে পৌরশহরের আলী আকবরী মহল্লায় নিজ বাড়িতে এবং গত শনিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার মাধবদী গ্রামের নিজ বাড়িতে অপর ঘটনাটি ঘটে।

এদের মধ্যে নিহত শাকিল (২১) কুলিয়ারচর পৌর এলাকা আলী আকবরী মহল্লার মো. খোকন মিয়ার বড় ছেলে। শাকিল ভৈরব হাজী আসমত কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র এবং আব্দুল্লাহ ওরফে এবায়েদুল্øাহ (১৮) ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের আতাউর মিয়ার ছেলে। সে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, আগের দিন সোমবার শাকিলের মোবাইল চুরি যায়। এরপর মঙ্গলবার সকালে মা সুলতানা বেগমের কাছে নতুন মোবাইল ফোন কেনার জন্য টাকা চাওয়ার একপর্যায়ে শাকিল নিজ রুমে ঢুকে সিলিং এর সাথে রসি বেঁধে গলায় ফাঁস নেয়। এসময় শাকিলের ছটফট চেচামেচির শব্দ শুনে আশপাশের মানুষ তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার কওে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত আব্দুল্লাহ ওরফে এবায়েদুল্লাহর মোবাইল ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গেলে কেনার টাকা না পেয়ে বিষ পান করলে, তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যায়।

এবিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান আত্মহত্যার ঘটনা দুটি নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় কুলিয়ারচর থানায় পৃথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর