রামগতিতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব, মুক্তিবাহিনীর এডিসি শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ম জন্মবার্ষিকী।
এ উপলক্ষ্যে শুক্রবার (৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে মিলিত হয়।
আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আবুল হাসানাত খাঁন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা আ’ লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।