মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “ আগামী প্রজন্মকে সক্ষম করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে সিপিপির ব্যবস্থাপনায় পৌর ৫নং ওয়ার্ড মধ্য চর আবদুল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি নোয়াখালী জোন উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সিপিপি রামগতি উপজেলা টিম লিডার মাঈন উদ্দিন খোকন, সিপিপি নেয়াখালী জোন কর্মকর্তা মো. বাবুল সরকার, সিপিপি কমলনগর কর্মকর্তা মো. দিদার হোসেন।
শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে রামগতি পৌরসভার ১নং ও ৭নং ইউনিটের ৪০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।