মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওলামা মাশায়েখ উপজেলা বিভাগের আয়োজনে আলেকজান্ডার কামিল মাদ্রাসার হলরুমে শনিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
ওলামা বিভাগের উপজেলা সভাপতি ও রামগতি রব্বানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামসুল হুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আলাদাতপুর রব্বানিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মান্দারী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান সাহেব।
প্রধান বক্তা ছিলেন ওলামা বিভাগ লক্ষীপুরের উপদেষ্টা এ আর হাফিজুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ওলামা বিভাগ উপজেলার উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম, ওলামা বিভাগ রামগতি পৌরসভার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, ওলামা বিভাগ উপজেলার উপদেষ্টা আলী মুর্তজা পৌরসভার উপদেষ্টা গোলাম মাওলা, আলোচনা সভা সঞ্চালনা করেন ওলামা বিভাগের সদস্য বেলাল হোসেন।