মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামের আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা ও ফেসবুক সহ সোসাল মিডিয়ায় একটি সংঘবদ্ধ চক্রের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১ টায় আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আহসান হাবিব রানা, আল রায়হাদ নোবেল, মো. দেলোয়ার হোসাইন, ইব্রাহিম খলিল, মো. জালাল হোসেন, আব্দুর রহিম ও রায়হান বক্তব্য রাখেন। বক্তারা বলেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে পাঠদান করে আসছেন। তাঁর নানামুখী সফলতায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা বেশ খুশি। কিন্তু পারিবারিক দ্বন্ধের জের ধরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করেন তারই চাচা আলমগীর হোসেন। মিথ্যা মামলায় হয়রানির পাশাপাশি চাচা আলমগীর ও তার ছেলে এমরান হোসেন পাটওয়ারী, জিল্লুর রহমান, রেদওয়ান উল্যাহ, মো. রাহাদ এবং স্থানীয় একরামুল হকের ছেলে আব্দুল মোমিন, মৃত হাবিব উল্যাহর ছেলে বুলবুল আসাদ এবং নুরুল হুদার ছেলে আবদুল হান্নানসহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মানজুর আহমদ, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের বিরুদ্ধে নামে-বেনামে ক্রমাগত ফেসবুকে নানা কুরুচিপূর্ণ পোস্ট করে যাচ্ছে। ক্রমাগত মামলা, ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট এবং নানা হয়রানির মুখে পড়ে সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কাজে মনযোগ হারাচ্ছেন। এতে করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত ও বিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ফেসবুক আইডিসমূহ চিহ্নিত করে আইনের আওতায় আনা, পৈত্রিক সম্পত্তি উদ্ধার করে তাদের শিক্ষককে দ্রুত হয়রানিমুলক মিথ্যা মামলা থেকে মুক্ত করার দাবি করেন শিক্ষার্থীরা।
জানাযায়, শিক্ষক মিজানুর রহমান নাবালক থাকা অবস্থায় তাঁর বাবা মারা যান। বাবার মৃত্যুর পর চাচা আলমীগর হোসেন তার বাবার নামীয় সম্পত্তি ভূয়া কাগজপত্র তৈরি করে দখলে নেন। সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেও সমাধান না পাওয়ায় ল্যান্ড সার্ভে টাইব্যুনালে একটি মামলা করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে চাচা আলমগীর তার নামে প্রায় ১৫ টি মামলা করে হয়রানি করছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে ৮টি ফৌজদারি মামলা, গ্রাম আদালতে ৪টি এবং থানায় ৪টি অভিযোগ করেন ঐ সংঘবদ্ধ চক্র। যার সবগুলোই উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা মামলা দাবি করে শিক্ষক মিজানুর রহমান বলেন, ক্রমাগত মামলা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি বেশ ক্লান্ত। সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হচ্ছি। আমি এসব মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এবিষয় অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, মামলা হামলা আর ভাল লাগেনা। বিষয়টি আমি সমাধান করতে রাজি আছি। আগে শিক্ষার্থীদের থামান।
স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।


















