২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:১৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে হেফাজতে ইসলামের কমিটি গঠন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৩০, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলনে থানা কমিটি গঠন করা হয়েছে।

হেফাজতে ইসলামের আয়োজনে বুধবার সকালে পৌর আলেকজান্ডার মাদ্রাসাতুল ইহসান আল ইসলামিয়ার হল রুমে এ উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে নতুন উপজেলা কমিটি অনুমোদন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা কলিমুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মাওলানা আবু নাছের আবদুল্যাহ, জেলা সেক্রেটারী মুফতি নুরুল আমিন কাশেমী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা নোমান সিরাজী, সহ সাধারণ সম্পাদক মুফতি নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা বশির আহাম্মদ, প্রচার সম্পাদক মাওলানা মঞ্জুরুল আহসান নাদিম, দপ্তর সম্পাদক মাওলানা নজির আহমদ সহ হেফাজতে ইসলামের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আল্লাহর দেয়া জীবন বিধান আল কোরআন ও রাসুলের সুন্নাহ থেকে যখনই দূরে সরে গেছি তখনই আমাদের উপর নানান ধরনের বালা মুসিবত, বিপদ আপদ নাযিল হয়েছে। আল কোরআন হলো পূর্ণাংগ জীবন বিধান। দুনিয়া এবং রাষ্ট্র চলবে তারই বিধানে। জান ও মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং যাবো।

পরে সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কমিটি অনুমোদন করা হয়। মাওলানা আবু নাছের আবদুল্যাহকে সভাপতি, ক্বারী দিদার হোছাইনকে সহ সভাপতি, হাফেজ মাওলানা রেদোয়ান বিন মোশারেফকে সহ সভাপতি, মাওলানা আতাহার আলীকে সাধারণ সম্পাদক, মুফতী ইয়াকুব কাশেমীকে যুগ্ন সাধারণ সম্পাদক, মাওলানা ইয়াকুব শরীফকে সহ সাধারণ সম্পাদক, মাওলানা নুরুল আলম কে সাংগঠনিক সম্পাদক করে নতুন এ কমিটি অনুমোদন করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা