৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১০:৪৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের হাতে কর্মচারী লাঞ্চিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তারের বিরুদ্ধে ভুয়া মনগড়া এডহক কমিটি করে স্কুল ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ, পাতানো স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন আয়োজনের চেষ্টা, স্কুল বন্ধ রেখে ১৫ আগষ্ট শোক দিবস পালন, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দিয়ে বাড়ীর কাজ করানো, ঢাকার বনশ্রীতে তার বাসায় নিয়ে কাজ করাতো- কথায় কথায় তুচ্ছ ব্যবহার, হাজিরা খাতা তার ড্রয়ারে রেখে খাতায় সই দিতে না দেয়া, ক্ষমতার প্রভাব দেখিয়ে মারধর, মিথ্যা তথ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ, বিভিন্ন সময়ে চাকুরীচ্যুতির ভয় দেখিয়ে অর্থ আদায় সহ নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকালে প্রধান শিক্ষক তুহিনা আক্তারের এ সকল অনিয়ম, দুর্নীতি, খামখেয়ালীপনা, শারিরীক নির্যানের প্রতিকার চেয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

কারিমুল হক তার অভিযোগে উল্লেখ করেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থী তার ভাতিজি প্রীতি দূর্ঘটনায় আহত হলে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ায় দুই দিনের ছুটি গ্রহন করে। সভাপতি পুরো মাসের বিলে সাক্ষর করলেও প্রধান শিক্ষক ফ্লুইড দিয়ে মুছে তার ১৩ দিনের বেতন কর্তন করেন। তাকে দিয়ে টয়লেট পরিষ্কার সহ ঘরের সমস্ত কাজ করাতো। কর্মস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও তার কথা না শুনায় আগষ্ট মাসের ২৫ দিনের বেতন কর্তন করেন। সে সব সময় রাজনৈতিক আশ্রিত থাকায় তাকে একটি মিথ্যা মামলায় জড়িত করে দেন। পরিবর্তিতে আদালতে মামলা মিথ্যা প্রমাণিত হয়। ঐ সময়কার বেতনের জন্য আবেদন করলেও তাকে বেতন দেয়া হয় নাই। মে’ ২৪ উপজেলা পরিষদ নির্বাচনে তার দলীয় এবং পছন্দের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের ভোট না করায় নির্বাচনের দিন নির্বাচনের কাজে কোন ধরনের মৌখিক বা লিখিত আদেশ না দিয়ে রাষ্ট্রীয় কাজে অসহযোগীতার অভিযোগ আনেন। ৫ আগষ্ট সাধারণ ছাত্ররা স্কুলে টাঙ্গানো শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাংচুরের জন্য স্কুল ঘেরাও করলে সে সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেনের নির্দেশনায় আরমান হোসেন রাকিবকে নিয়ে ছবি নামিয়ে ফেলে। এতে করে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক তুহিনা তাকে বেদম মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগষ্ট মাসেও হাজিরা খাতা তার কাছে রেখে সাক্ষর দিতে না দিয়ে তাকে অনুপস্থিত দেখান। প্রধান শিক্ষক তাকে ২০২২ সালের ২২ আগষ্ট নন ব্রেক অফ সার্ভিস সনদ প্রদান করেন সেখানে উল্লেখ করেন সে চাকুরী জীবনে বিনা বেতনে ছুটি ভোগ করেননি এবং কোন বেতন কর্তন করা হয় নাই। অথচ তার বেতন থেকে ১২০ দিনের বেতন কর্তন করা হয়েছে।

কর্মচারী রিদয় মাহমুদ রাজু অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষক তার দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মোশারেফ হোসেনের পক্ষে ভোট না করায় ০৮/০১/২৪ ইং তাকে বেআইনী ভাবে বহিস্কার করে। নিয়োগের সময় বেতন ৮ হাজার টাকা ধার্য্য হলেও কয়েক মাস তাকে আড়াই হাজার টাকা প্রদান করেন প্রধান শিক্ষক। চাকুরী এমপিওভূক্তি করার কথা বলে এক লক্ষ টাকা ঘুষ গ্রহন করেন। ওনার ব্যক্তিগত খামখেয়ালীপনায় বেআইনী ভাবে বহিস্কার করার পর বকেয়া বেতন ও ঘুষের একলক্ষ টাকা ফেরৎ চাইলে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করে দেয়ার হুমকি দেয়। তিনি তাকে ইউপি চেয়ারম্যান দিদারের বাড়ীতে হামলার ঘটনায় ৫০ নং আসামী হিসেবে জড়িয়ে দেয়। অথচ কর্মকালীন সময়ে সে রাষ্ট্র বিরোধী কাজে জড়িত ছিলনা।

নৈশ প্রহরী ওয়াছেক বিল্লাহ তার অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষক প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট করার জন্য চাপ প্রয়োগ করে। ভোট না করায় তাদের উপর শারিরীক মানষিক নির্যাতন করে। রাজনৈতিক সুবিধা প্রাপ্তিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের স্ত্রীকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি করে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে অন্যায় ভাবে সাময়িক বহিস্কার করেন ও স্থায়ী বহিস্কারের হুমকি দেন। তার সাজানো ৫ সদস্যর তদন্ত কমিটি মিথ্যা প্রতিবেদন দাঁড় করিয়ে ৪৯ মাসের বেতনের সরকারী ও বিদ্যালয়ের অংশ, বোনাস, বৈশাখী ভাতা সহ অন্যান্য কোন টাকা উত্তোলন করতে পারেনি। প্রধান শিক্ষক ২২/০৯/২০২২ তারিখে নন ব্রেক অফ সার্ভিস সনদে উল্লেখ করেন সে নৈশ প্রহরী হিসেবে কর্মরত আছে। ওয়াছেক বিল্লার উক্ত পদের পত্রিকা বিজ্ঞপ্তি, নিয়োগপত্র ও যোগদান পত্রে নৈশ প্রহরী উল্লেখ রয়েছে। সনদে আরো উল্লেখ করেন সে বিনা বেতনে কখনো চাকরী করেননি বা বেতন কর্তন করা হয়নি কিন্তু নভেম্বর ২০১৭ থেকে নভেম্বর ২০২১ পর্যন্ত ৪৯ মাসের বেতন কর্তন করা হয়েছে। তার কাছ থেকে জুন টু জুন ব্যাংক ষ্ট্যাম্প ও অতিরিক্তি ব্লাংক ষ্ট্যাম্পে সাক্ষর নেয়া হয়। ওয়াছেক বিশ্বস্তসূত্রে জানতে পারে তুহিনা ব্লাংক ষ্ট্যাম্পে বিভিন্ন ভুয়া চুক্তিনামা তৈরি করে। ২০২১ সালের ফেব্রুয়ারী থেকে অদ্যবধি পর্যন্ত বিদ্যালয়ের অংশের বেতন বকেয়া রয়েছে।

অভিযোগে আরো উল্লেখ করেন, সরকারী বেতন ও স্কুলের ভাতা, বোনাস, বৈশাখী ভাতা সহ বিভিন্ন খাতের প্রায় ১৫ লক্ষ টাকা বকেয়া পাওনা রয়েছে তারা। বকেয়ার কারণে তদের ব্যাংক লোন পরিশোধে বিঘ্ন ঘটছে।

প্রধান শিক্ষক তুহিনা আক্তারের বিরুদ্ধে তার বাক্তিগত ক্ষমতায় স্কুল বন্ধ রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের স্মরণে শোক দিবস পালন করার অভিযোগ রয়েছে।

বেশ কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল শিক্ষক এবং কর্মচারীরা জানায়, তুহিনা আক্তার ব্যাক্তিগত ভাবে আওয়ামী ঘরানার লোক। সরকারী নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশের পরও স্কুলটি বন্ধ করে রেখে শোক দিবস পালন করছেন।

ভূক্তভোগী কর্মচারী কারিমুল হক, হৃদয় মাহমুদ রাজু, ওয়াছেক বিল্লাহ জানায়, প্রধান শিক্ষক তুহিনা আক্তার স্বার্থ হাসিল এবং স্কুলের তহবিল তছরুপের জন্য তফসিল, ফরম বিতরণ, জমা সহ সকল বিষয় গোপন রেখে একটি পাতানো কাগুজে নির্বাচন আয়োজনের চেষ্টা করে। মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রধান শিক্ষক তুহিনা নির্বাচনের ফরম বিতরণ সহ সকল বিষয় নিয়ে পুরো দিনভর নানান ধরনের নাটক সাজায়। তারা তুহিনার সকল দুর্নীতি, খামখেয়ালীপনা ও পাতানো নির্বাচন আয়োজনের, কর্মচারীদের রাজনৈতিক দমনপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলায় জড়িত করার সুবিচার দাবী করে।

প্রধান শিক্ষক তুহিনা আক্তার স্বনামে বেনামে তার অনুগতদের নিয়ে সম্পূর্ণ বে-আইনী ভাবে একটি কাগুজে এডহক কমিটি করে স্কুলের একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আত্নসাৎ করার অভিযোগ রয়েছে।

সচেতন সমাজ জানায়, প্রধান শিক্ষক আইনকে তোয়াক্কা করে না। বাংলাদেশ গেজেটের সপ্তম অধ্যায়ের শিক্ষক ও কর্মচারীদের শৃঙ্খলা ও আপীল আইনের ৫১ এর ২ এর ঘ ধারায় উল্লেখিত “ রাজনৈতিক ও ব্যক্তিগত সুবিধালাভের উদ্দেশ্যে এমন কোন কাজ না করা যাহাতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে শিক্ষক বা শিক্ষার্থীদের এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে উত্তেজিত করিতে প্রভাবিত করে। এছাড়া ৫৩ ধারার ৪, ৬, ৫৫ এর ২, ৫,৭, ৫৬ এর ২ এর সুস্পষ্ট লংঘন করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন জরুরী বলে দাবী করেন। সরজমিন জানতে চাইলে, প্রধান শিক্ষক ইউএনওর কাছ থেকে নেয়া ৩ দিনের ছুটিতে আছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তারের কাছে জানতে চাইলে বলেন, যা করেছি সবকিছু নিয়ম মোতাবেক করেছি। অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্নসাৎ, কর্মচারীদের লাঞ্চিত করার বিষয়ে সদুত্তর না দিয়ে বিভিন্ন ধরনের খোড়া যুক্তি দেখিয়ে ফোন কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দিদার হোসেন জানান, স্কুলটি খোলা থাকার কথা তবে কেন কি কারণে প্রধান শিক্ষক স্কুল খোলেননি তার খবর নিচ্ছি। গাফলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে আর্থিক কেলেংকারীর বিষয়ে কোন সদুত্তর দেন নাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, প্রধান শিক্ষকের ছুটি বিষয়ে কোন মন্তব্য করেননি। অন্যান্য অভিযোগের বিষয়ে কর্মচারীদের সাথে কথা বলার জন্য বলেন।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুর শিশুদের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বিনা পয়সার বাজার

রামগতিতে রাসায়নিক গুদামের উৎকট গন্ধে অতিষ্ট এলাকাবাসী

কি‌শোরগ‌ঞ্জ জেলা পু‌লিশ কর্তৃক মু‌ক্তি‌যোদ্ধা পুলিশ সদস্য‌দের সংবর্ধনা প্রদান

উপ-সম্পাদকীয়: আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম এর সান্নিধ্যে আনন্দঘনমূহুত্বের একদিন

কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুলিয়ারচরে নিজ কর্মস্থল সরকারি হাসপাতালে সিজার করালেন ডা. রুবাইয়াৎ তাহসিন

রামগতিতে বেপরোয়া ভাংচুর, লুটপাট, দখল। পৌর ছাত্রদলের আহবায়ক বহিষ্কার, সড়কে শৃংখলায় সাধারণ ছাত্ররা

মুনষ্টার একাডেমীর শিক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

তাড়াইল ওষুধ ব্যবসায়ী বনাম ফারিয়া’র মাঝে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী