মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির এক প্রতিভাবান শিশু শিল্পী সিঁথি দেবনাথ অর্জন করেছে জাতীয় পুরস্কার।
জানা যায়, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগীতায় কত্থক নৃত্যে খ বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করেছে। এ ছাড়া সিঁথি ইতিপূর্বে উপজেলা ও জেলা পর্যায়ে বেশ কয়েকবার কয়েকটি বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। ২০২০ সালে জাতীয় পর্যায়ে ২য় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। সিঁথি উপজেলা শিল্পকলা একাডেমীর একজন নিয়মিত শিল্পী।
সিঁথি পৌর ৮নং ওয়ার্ড শিক্ষাগ্রামের সুমন দেবনাথের মেয়ে।
সিঁথি দেবনাথের এ অনন্য অর্জনের জন্য সিঁথির পিতা সুমন দেবনাথ রামগতি কমলনগর বাসীকে জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন এবং দোয়া চেয়েছেন সকলের কাছে। এ ছাড়া তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সিঁথির শিক্ষক যার হাতেখড়ি নৃত্যের সে প্রিয় শিক্ষক শুভ স্যারের এবং বর্তমান কোরিওগ্রাফার অপু মারমাকে।
সিঁথি আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
সিঁথির পুরস্কার পাওয়ায় প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ তার প্রতিক্রিয়ায় জানান, সিঁথি একজন প্রতিভাবান শিল্পী। সে খুব পরিশ্রমী। তার এ অর্জনে আমরা খুবই খুশী।