১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ রাত ২:৩৪ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতি পৌর মেয়র মেজুর বিরুদ্ধে রাজস্ব ফাঁকি সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৪, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: এক সময়ের বিড়ি খুজে খাওয়া থেকে ক্ষমতার পনের বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছেন লক্ষ্মীপুরের রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু। তার বিরুদ্ধে উঠেছে সরকারের রাজস্ব ফাঁকি সহ নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ।

জানাযায়, পৌর মেয়র মেজু নৌকা প্রতিক নিয়ে বিনা ভোটে দুইবার মেয়র নির্বাচিত হন। এ সময় তিনি জড়িয়ে পড়েন লুটপাট সহ নানা অনিয়ম দুর্নীতিতে। পৌর তহশিলের কাচারী বাড়ীর এলাকা দখল করে করেছেন বহুতল ভবন, রাজধানী ঢাকায় আলীশান বাড়ী, প্লট। টিনশেড ঘর থেকে এলাকায় করেছেন সুরৌম্য প্রাসাদ। পৌরসভার অসংখ্য উন্নয়ন প্রকল্প কাজ না করে আত্নসাৎ, কাবিখায় ভূতূড়ে প্রকল্প, নিজের ভবনের সুবিধায় মুক্তিযোদ্ধা সড়কে এলজিইডির বাস্তবায়নকৃত রাস্তার উপর আবার সিসি ঢালাই রাস্তা যা তিনতলা সড়ক নামে পরিচিত, পানি সরবরাহ, ড্রেন নির্মাণ সহ সকল উন্নয়ন প্রকল্পে ঠিকাদারের সাথে যোগসাজসে দিয়েছেন নিন্মমানের উপকরণ। ইজারাকৃত মহালগুলো থেকে দাখিলকৃত দরের কারসাজি করে রাজস্ব ফাঁকি দিয়ে লুটে নেন কোটি টাকা। নিয়ম ভঙ্গ করে আপন ছোট ভাই সাইফ উদ্দিন বাবুকে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই তার লাইসেন্সে বেশ কয়েকটি প্রকল্পের কাজ দেন।

পৌর আলেকজান্ডার বাজার ১৪৩১ বাংলা সনের ইজারায় ব্যাটারী চালিত রিকসা মহালে (রিকসা আকৃতির) বিশাল রাজস্ব ফাঁকি ও আর্থিক ক্ষতিপূরনের সুবিচারের দাবীতে সেনা ক্যাম্পে সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন ভূক্তভোগী মো. জাহাঙ্গীর।

ভূক্তভোগী জাহাঙ্গীর, সাবেক পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন ও পৌর কার্য-সহকারী শাহাজাহানকে অভিযুক্ত করে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, রামগতি পৌরসভার হাট বাজার মহাল, স্ট্যান্ড, পাবলিক টয়লেট, ইজারা দরপত্র সিডিউল ১৪৩১ বাংলা সনের ইজারায় আমি ১ম ধাপ ও ২য় ধাপে উভয় ধাপে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা প্রাপ্ত ব্যক্তি হই। ঐ সময় দরপত্র দাখিলের দরের পরিমাণ ছিল ৯,৬২৫০০/- সাথে ১৫% ভ্যাট = ১৪৪৩৭৫/-, ১০% আয়কর=৯৬২৫০/- ও ৫% জামানত=৪৮১২৫/- যা সর্বসাকূল্যে ১২,৫১,২৫০/- (বার লক্ষ একান্ন হাজার দুইশত পঞ্চাশ) টাকা যা বিগত ২৮/০৩/২০২৪ ইং তারিখে সোনালী ব্যাংক চর আলেকজান্ডার শাখা হতে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করি। অথচ আমি সর্বোচ্চ দরদাতা হওয়া স্বত্ত্বেও এক মাস গড়িমশি করার পর আমাকে মহালটি না দিয়ে মেয়র বিশাল অংকের ঘুষ নিয়ে ও রাজস্ব ফাঁকি দিয়ে তার আত্নীয় জনৈক মো: ইসরাফিলকে মহালের ইজারাদার হিসেবে ঘোষনা করেন। মেয়র খামখেয়ালী ভাবে তার ক্ষমতার জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরাফিলকে এ মহালটি ভ্যাট, আয়কর ও জামানত সহ মাত্র ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকায় ইজারাদার নিয়োগ করেন।

তিনি আরো উল্লেখ করেন, মেয়র মেজবাহ উদ্দিনের ক্ষমতার জোর ও রাজস্ব ফাঁকির কারণে ইজারাকৃত মহালগুলো থেকে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হয়। এছাড়া আমি একজন ব্যবসায়ী হিসেবে ফরম ক্রয়, ফরম পূরণ, পে-অর্ডার ক্রয় সহ নানান খাতে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ি। একই পন্থায় মেয়র মেজবাহ উদ্দিন ১৪২৮-২৯-৩০ এ তিন বাংলা সালেও সর্বোচ্চ দরদাতা হওয়া স্বত্ত্বেও আমাকে মহালের ইজারা না দিয়ে তার পছন্দের লোকদের মহালের ইজারা দিয়ে দেন। এতে করে আমি বিশাল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই।

ভূক্তভোগী জাহাঙ্গীর, আর্থিক-মানষিক-শারিরীক ভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে উক্ত বিষয়ে তদন্তপূর্বক মহালটির সর্বোচ্চ দরদাতা হিসেবে আমাকে মহালটির ইজারাদার নিযুক্ত করে, মেয়র ও তার দোসরদের কতৃক সরকারের রাজস্ব ফাঁকির সুবিচারে দাবী করেন।

জাহাঙ্গীর পৌর ৬নং ওয়ার্ড সবুজ গ্রামের মো. হারিছ আহাম্মদের ছেলে।
পলাতক ও মোবাইল বন্ধ থাকায় এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত