মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টা মজু চৌধুরীর হাট রহমানিয়া জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে চর রমনী ইউনিয়ন জামায়াতের সভাপতি ছৈয়দ আহাম্মদ এর সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর এ আর এম হাফিজ উল্লাহ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চর রমনী ইউনিয়ন সাবেক সভাপতি ডা. আবদুল গফুর ও স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ।
জেলা নায়েবে আমীর এ আর এম হাফিজ উল্লাহ বলেন এ আসনে যে দলের যত জনই প্রার্থী হোক বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী মাষ্টার রুহুল আমীন ভুঁইয়া আপনারা তাকে বিপুল ভোটে জয়লাভ করাবেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত সরকার যে পরিমান অনিয়ম দুর্নীতি হত্যা ঘুম খুন করেছে এদেশের মহিলারাও অতিষ্ঠ হয়ে বলতো এ মহিলা ( শেখ হাসিনা) মরেনা কেন? অবশেষে সে পালিয়েছে এ বিজয় ছাত্র জনতার বিজয় দেশের মানুষের বিজয় এদেশে আগামী দিনের সরকার হবে ইসলামের সরকার ইনশাল্লাহ।