মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা ২১ জুলাই (সোমবার) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, উপজেলা যুব উন্নয়ন অফিসার সালেহ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার লায়লা আনজুমান আরা বানু, সিনিয়র ইনট্রাক্টর পারভীন আক্তার, কিশোরী-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার শুভ্রা মজুমদার, রাশেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন লোলা, মাহফুজুর রহমান, নুরুল আমিন প্রমুখ।
এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের সচিবসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


 
                    







 
                                     
                                     
                                     
                                    








